শনিবার, ২৪ মে, ২০১৪

গুগল গ্লাস এখন হাতের নাগালে!

গুগল গ্লাস এখন হাতের নাগালে
অবশেষে ক্রেতাদের হাতের
নাগালে এসেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন
গুগলের তৈরি বিশেষ চশমা ‘গুগল গ্লাস’। এর
ফলে যুক্তরাষ্ট্রে আগ্রহী ক্রেতারা গুগল
গ্লাসের পরীক্ষামূলক সংস্করণ
কিনতে পারবেন। খরচ পড়বে এক হাজার ৫০০
ডলার।

গুগল জানিয়েছে, শুরুতে যত দিন স্টক
থাকবে, তত দিন যুক্তরাষ্ট্রের যে কেউ গুগল
গ্লাস কিনতে পারবেন। ইন্টারনেটযুক্ত
পরিধেয় এ গ্লাসটির সাহায্যে ভিডিও
রেকর্ডসহ অন্যান্য প্রযুক্তিগত
সুবিধা পাওয়া যাবে।

ইতিমধ্যে গ্লাসটিতে যেসব হার্ডওয়্যার ও
সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, সেগুলোর
চেয়েও আরও উন্নত সুবিধা যুক্ত করার কাজ
চলছে বলে জানা গেছে। তবে পরীক্ষামূলক
মোট কতটি গুগল গ্লাস
বাজারে ছাড়া হয়েছে, এসব বিষয়ে কিছু
জানায়নি গুগল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন