রবিবার, ৪ মে, ২০১৪

এন্ড্রয়েড মোবাইলকে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার

এন্ড্রয়েড মোবাইলকে দিয়ে এখন অনেক কিছুই করা যাচ্ছে৷ তেমনি এন্ড্রয়েডকে ওয়াইফাই হটস্পট হিসেবে ব্যবহার করা যায়৷
যারা এখনও এই পদ্ধতি জানে না তাদের জন্যই এই পোস্ট৷
কথা না বাড়িয়ে শুরু করা যাক৷ প্রথমেই যেটা দরকার, তা হল আপনার সিমে ইন্টারনেট সংযোগ থাকতে হবে যা দিয়ে আপনি ওয়াইফাই চালু করবেন এবং ব্যবহার করবেন৷
প্রথমেই আপনার মোবাইলের সেটিংস্ এ গিয়ে More option এ যান৷

এরপর tethering and portable hotspot এ যান৷

এরপর WLAN hotspot অফ করা থাকবে, সেটা অন করুন৷

Bluetooth tethering অন করেও ব্লুটুথ দিয়ে আপনি ইন্টারনেট চালাতে পারেন৷
তবে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে, আপনার মোবাইলের ডেটা কানেকশন অন করে রাখবেন৷ তা নাহলে, আপনি কোনকিছুই করতে পারবেন না৷
ধন্যবাদ৷
আপনার এন্ড্রয়েড সম্পর্কে যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট করতে পারেন৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন