শুক্রবার, ২০ জুন, ২০১৪

ব্রাউজিং করি না, কিন্তু ডাটা শেষ হয়ে যাচ্ছে !!!

1888804_1421744974730540_580090776_o[1]
1537751_1421745074730530_1502559553_o[1]

ব্রাউজিং করি না, কিন্তু ডাটা শেষ হয়ে যাচ্ছে !!!
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যাকগ্রাউন্ডে সবসময় কিছু ডাটা গ্রাস করে থাকে। ফলে আপনি ব্রাউজিং না করলেও আপনার ডাটা শেষ হতে থাকে। কিন্তু আপনি ইচ্ছা করলে এই ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিতে পারেন।
কিভাবে ?
প্রথমে Setting > Data usage এ যান। তারপর মেনু থেকে
“Restrict background data” সিলেক্ট করে দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন